মোঃইফাজ খাঁ,হবিগঞ্জ থেকে :
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারস্থ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার (২৪আগস্ট) বেলা আড়াই টায় হবিগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একদল র্যাব অভিযানে সহায়তা করেন। মিষ্টির মোড়কের ওজন বেশি ও মূল্য তালিকা না থাকায় দেওয়ান মিয়া মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার (১০০০) টাকা। ডিমের দাম নির্ধারিত দামের চাইতে বেশি রাখায় তোফাজ্জল হোসেন ডিমের আড়তকে সাত হাজার টাকা। পোল্ট্রি দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকায় খন্দকার পোল্ট্রি হাউজ, রাকিব এন্টারপ্রাইজ এবং গাউছিয়া পোল্ট্রি হাউজকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা। পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।