
মামুন মজুমদার :
কুমিল্লা পুলিশ সুপারের ঘোষিত বিশেষ অভিযান সফল করতে গতকাল রাতে ৫টি জিআর পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে সদর দক্ষিন মডেল থানার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় এসআই মামুন গাজী,এএসআই দেলোয়ার ও মহসিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামীদের গ্রেফতার করে।
অন্যদিকে লালমাই বাজার থেকে ৫৮ পিচ ইয়াবা ও ২কেজি গাজা সহ শিবপুর এলাকার আবাদ মিয়ার ছেলে শাহাবুদ্দিনকে এস আই খাদেমুল বাহার ও এএসআই দেলোয়ার গ্রেফতার করে।
এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,সকল আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরাধ ও অপরাধীমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

