ওয়ারেন্ট ভূক্ত আসামি ছাড়া পুলিশ কাউকে ধরছে না – স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ডেস্ক রিপোর্ট :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কাউকে ধরছে না। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কেবল তাদেরকেই ধরা হচ্ছে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিভিন্ন স্থানে কাউন্সিলর পদপ্রার্থীসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হয়রানিমূলক গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালিকাভুক্ত আসামি, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, তাদের ছাড়া পুলিশ কাউকে ধরছে না। ওয়ারেন্টভুক্ত নন, এমন কাউকে ধরা হচ্ছে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আশা করছি, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী যেখানে যা প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশন যেভাবে যা দেবে, আমরা তৈরি আছি। আমাদের সুপারিশগুলো নির্বাচন কমিশনকে দিচ্ছি। সে অনুযায়ী বাকি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনের অধীনে নিরাপত্তা বাহিনী ন্যস্ত হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনী তৈরি আছে। আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাই প্রস্তুত।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে লিস্ট আসবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

বইমেলার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেখানে যা কিছু প্রয়োজন, সবকিছুর ব্যবস্থা রয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব- যা প্রয়োজন হয়, সব প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় বিজিবিও প্রস্তুত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.