শপথ নিলেন বগুড়ার আদমদীঘি উপজেলার ইউপি সদস্যরা

রাজনীতি

মুক্তারুজ্জামান আদমদীঘি বগুড়া :
বগুড়ার আদমদীঘি উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচিত ৭২ জন জনপ্রতিনিধিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায় শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান,
জেলা পরিষদের মহিলা সদস্য মঞ্জুয়ারা বেগম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সার্কেল এসপি নাজরান রউফ, ওসি জালাল উদ্দীন প্রমূখ।

 

উল্লেখ্য, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি উপজেলার সান্তাহার, ছাতিয়ানগ্রাম, আদমদীঘি সদর, নশরতপুর, কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে শুধু সান্তাহার ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.