জীবন থেকে ছুটি নিলেন ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান

অন্যান্য

মুক্তারুজ্জামান,আদমদীঘি বগুড়া :
বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ছুটির ঘন্টা’ এর পরিচালক আজিজুর রহমান
মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

 

তার মৃত্যুর খবর পরিচালকের ভাতিজা সালমান রহমান মিকেল নিশ্চিত করেন

মিকেল বলেন, সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কানাডার টরেন্টোতে মারা গেছেন প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ভোগছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফুসফুসে পানি চলে আসায় কানাডার টরেন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান দেশের একজন গুণী নির্মাতা। প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন ১৯৫৮ সালে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭

এরপর তিনি উপহার দিয়েছেন অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো কালজয়ী সিনেমাগুলো। দীর্ঘ ক্যারিয়ারে তার ৫৪টি চলচ্চিত্রের মধ্যে আরও উল্লেখ করা যায় জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি ছবিগুলোর নাম।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.