কুমিল্লা চৌদ্দগ্রাম মহান স্বাধীনতা দিবস উদযাপন সভা অনুষ্ঠিত হয়

অন্যান্য

লুৎফুর রহমান রাকিব চৌধুরী :
নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা চৌদ্দগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তানভীর হোসেন।দিবসটি উপলক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে প্রথম প্রহরে আওয়ামীলীগের স্থানীয় সংসদ সদস্য কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শহীদ মিনারে ফুল ও মহাসড়কে র‍্যালী করেন।এদিকে দিবসটি উপলক্ষে শনিবার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান আবদুস সোবহান ভূইঁয়া হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু।চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও মিয়ারবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহমতউল্লাহ বাবুল।মাহমুদুর রহমান খোকন ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী সহ আরো অনেক সভায় চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র বলেন।বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পেয়েছে।বর্তমান সরকার দেশের ব‍্যাপক উন্নয়ন করে যাচ্ছেন।দেশে হয়েছে শতভাগ বিদ্যুতায়ন অপরদিকে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল‍্য অর্পণ আলোচনা ও মহাসড়কে র‍্যালীর মধ্য দিয়ে আলাদাভাবে স্বাধীনতা দিবস পালন করেন। চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান বিকেলে চৌদ্দগ্রাম সরকারী কলেজ শহীদ মিনারের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন।কাজী কামাল। আশরাফুল আলম রিপন। জাকির হোসেন বাবু। ফরাস উদ্দিন রিপন। বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভা বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ন করেন বিশিষ্ট আওয়ামী লীগের নেতা ও শিল্পপতি তজিম উদ্দিন ভূঁইয়া সেলিম নেতৃত্বে আওয়ামীলীগে নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.