কে এম সাইদুল ইসলাম রাজনগর থেকে :
জনাব মোহাম্মদ জিয়াউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,মৌলভীবাজার,অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম রাজনগর থানা ও পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মো: ফরিদ উদ্দিন মহোদয়ের দিক নির্দেশনায় আমি এসআই সমীরন চন্দ্র দাস,এসআই বিনয় ভূষন চক্রবতী,এসআই সওকত মাসুদ ভূইয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাজনগর থানার মামলা নং ১তারিখ ০৭/৩/২০২২ ইং, ধারা ৩৯৪ পেনাল কোড মামলার ছিনতাইকৃত সিএনজি হবিগঞ্জ সদর থানাধীন গোপাইয়া এলাকা হতে গত ১৬/৩/২০২২ ইং তারিখ ধৃত আসামী সাগর দও(২৪) পিতা মৃত শিবেন্দ্র দও,গ্রাম ভানগাছ, থানা কমলগঞ্জ,জেলা মৌলভীবাজার এ/পি রুপসপুর থানা শ্রীমঙ্গলকে সহ ছিনতাইকৃত সিএনজি উদ্বার করিলে সে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে উক্ত বিষয়ে ১৬৪ ধারায় স্বীকাররোক্তি মুলক জবানবন্দি প্রদান করে ও অদ্য ২৬/৩/২০২২ ইং তারিখ ছিনতাইকৃত সিএনজি গাড়ির নাম্বার প্লেট ও ছিনতাই কাজে ব্যবহুত ক্ষুর ধৃত আসামী মুক্তার মিয়া (২৬)পিতা আছকির মিয়া,সাং হরিনাচং,থানা রাজনগর,জেলা মৌলভীবাজার এর দেখানো মতে কুলাউড়া থানাধীন ব্রাক্ষনবাজার টু শমসেরনগর মোবারকপুর গ্রামে জনৈক দীপক দেবনাথ এর পুকুর হতে উদ্বার করা হয় এবং সে নিজেকে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে। ধন্যবাদ জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্যে ।