বরগুনা প্রতিনিধি :
“ঈদ আনন্দে ফুটুক হাসি নতুন জামা গায়ে” এমন চেতনায় উজ্জীবিত হয়ে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বরগুনা জেলা কমিটির আয়োজনে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও একই সাথে ইফতারের খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১ মে) বিকেল পাঁচটার দিকে ত্রিশ পথশিশু ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়।
শিশুদের হাতে প্রধান অতিথি হিসেবে এ ঈদ বস্ত্র তুলে দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি।
এসময় এনসিটিএফ সদস্যদের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, সাবেক এনসিটিএফ সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার এম এইচ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বশির, সাবেক এনসিটিএফ’র শিশু সাংসদ ও সাবেক ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল, সাবেক এনসিটিএফ সদস্য মঞ্জুরুল ইসলাম, সাবেক এনসিটিএফ সদস্য ও দৈনিক স্বাধীন বাণী পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সানাউল্লাহ রিয়াদ, এনসিটিএফ’র সাবেক সভাপতি আকিল আহম্মেদ সহ বর্তমান এনসিটিএফ’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা এনসিটিএফ’র সভাপতি রাইমু জামান বলেন, আমরা বরাবরই শিশুদের নিয়ে কাজ করে এসেছি। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আমাদের ক্ষুদ্র আয়োজন। যা একটু হলেও এই শিশুদের মুখে হাসি ফোটাবে