বাংলার কলম হিরো গাফফার চৌধুরীকে বিএমএসএফের শেষ শ্রদ্ধা জ্ঞাপন

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
বাংলার কলম হিরো, প্রখ্যাত সাংবাদিক,লেখক,কলামিস্ট,ভাষা সৈনিক প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে বিদায় জ্ঞাপন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মরহুমের জানাযা শেষে তাঁকে জাতীয় প্রেসক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানায়।

এ সময় বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জিয়াউদ্দিন তাওহীদ, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এখলাস হোসেন রিয়াদ প্রমূখ।

গত ১৮ মে দেশের প্রখ্যাত এই সাংবাদিক লন্ডনে মৃতবরণ করেন। আজ ২৮ মে তার মরদেহ ঢাকায় আনা হলে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেলে তাঁকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এদিকে গত ২০ মে বিএমএসএফ এর পক্ষ থেকে আয়োজিত শোক সভায় সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে তাঁকে কলম হিরো উপাধিতে ভুষিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.