মোহাম্মদ মেজবাহ উদ্দিন,বরগুনা থেকে :
অদ্য ৮ জুন ২০২২ সকাল ১১টায় বরগুনার খাজুরতলা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে ডিসি পুলের একটি পিকআপ ভ্যান অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালনার হলে দুর্ঘটনার শিকার হয়। জানা যায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে পিআইও সহ আরও পাঁচজন আরোহী ছিল। পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ছুটে এসে রাস্তার পাশে একটি গৃহের মধ্যে ঢুকে পড়ে । এসময় গাড়িটি উল্টে যায়। এতে গৃহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মালিক দুলাল মল্লিক জানান, গাড়িটি দ্রুত গতিতে এসে আমার গৃহে ঢুকে পড়ে। এসময় আমার ঘরে কোন লোক ছিল না বিধায় প্রান হানির হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। তবে আমি গরীব মানুষ, বহু কস্টে গৃহটি তুলেছি। এখন আমি ব্যপক ক্ষতির সম্মুখীন হলাম।
জানা যায় গাড়ির চালক তখন গাড়ি না চালিয়ে অন্য একজন গাড়িটি চালাচ্ছিল। অন্যদিকে পিআইওসহ আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে অবস্থান করছে।
দুপুর ৩টার দিকে গাড়িটি উদ্ধার করে প্রশাসনের লোকজন নিয়ে যায়। ক্ষতি গ্রস্থ বাড়ির মালিক দুলাল মল্লিক ক্ষতি পূরনের দাবী জানান।
বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।