পরীক্ষামূলক প্রথমবার টোল দিয়ে পদ্মা সেতু পার হওয়া সৌভাগ্যবান এই গাড়ীটি

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
আজ ১৭ জুন (শুক্রবার)সন্ধ্যার দিকে পরীক্ষামূলক টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়েছে সৌভাগ্যবান প্রথম এই গাড়িটি,এছাড়াও সেতু প্রকল্পের বেশ কয়েকটি গাড়ীও টোল দিয়ে পার হওয়ার খবর পাওয়া গেছে ।

সেতু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা গণ-মাধ্যমকে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি, সবকিছু ঠিক আছে।

এর আগে, ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা জানা যায় প্রান্তের সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতি গুলো জ্বালানো হয়। পরীক্ষামূলকভাবে সব কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

উল্লেখ্য,আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত স্বপ্নের এই সেতুটি। জানা যায় পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে সকল প্রকার যানবাহন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.