ঢাকা ওয়ারী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুনামের সাথে পরিচালনা করছেন ওসি মোঃ কবির হোসেন হাওলাদার

অন্যান্য

মোঃ খাইরুজ্জামান সজিব :
গত-২১ আগস্ট-২০২১ ইং তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী থানা অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন বাংলাদেশ পুলিশের মেধাবী, যোগ্য,সাহসী নির্ভীক চৌকস পুলিশ অফিসার বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান মোঃ কবির হোসেন হাওলাদার। তিনি থানায় যোগদানের থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চেহারা পাল্টে যায়। তিনি প্রতিনিয়ত তাঁর অফিসার ফোর্সদের কে নিয়ে ব্রিফিং করেন বলেন। আমার থানা এলাকায় কোনো মাদক ব্যাবসায়ী সন্ত্রাস চাঁদাবাজ ডাকাত জুলুম কারী, ইভটিজিং বাল্য বিবাহ ভূমিদস্যু থাকবেনা। আমি ওয়ারী থানা বাসীকে সব সময় নিরলস ভাবে সেবা দিতে চাই। তাই আপনারা সকল অফিসার ফোর্স সব সময় চেষ্টা করবেন আপনাদের নিজ,নিজ দায়িক্তও কর্ত্যব্য নিরলভাবে পালন করার। আমার থানা এসে কেউ যেনো কোনো বিষয় হয়রানীর শিকার না হয়। সেদিকে সর্বদা খেয়াল রাখবেন আপনারা। তিনি দেশের মরন ব্যাধী কোভিড-১৯ করোনাভাইরাস আঘাত আনার পর তিনি সহ- তাঁর অফিসার ফোর্সরা ঝড়, বর্ষা উপেক্ষা করে রাত দিন ২৪ ঘন্টা নিজেদের পরিবারের কথা না চিন্তা করে। দেশের জনগনের কথা চিন্তা করে নিরলসভাবে পরিশ্রম করেছেন। এবং নিজে শ্বশরীলে উপস্থিত থেকে ওয়ারী থানা এলাকার বিভিন্ন স্থানে। ওয়ারী বিভাগের সুযোগ্য উপ- পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম সেবা) মহোদয়ের নির্দেশক্রমে জনসচেতনতা মূলক লিফলেট হ্যান্ড স্যানিটাইজার ম্যাক্স, ও নিজ অর্থায়নে গরীব, দুঃখী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এবং তাঁর অফিসার ফোর্সরা মাইকিং করে বলেছেন। আমরা পুলিশ আপনাদের সেবা দেওয়ার জন্য সব সময় রাস্তায় আছি। দয়া করে আপনারা ঘরে থাকুন অপ্রয়োজনে কেউ ঘরের বাহিরে বের হবেননা। শুধু মাত্র নয় সমাজের যারা নাকী কারোর কাছে হাত পাততে পারেনা তাঁরাও মুঠোফোনে ওসি মোঃ কবির হোসেন হাওলাদের সাথে যোগাযোগ করলে তাঁদের পরিচয় গোপন রেখে তাৎক্ষনিক ভাবে নিজে শ্বশরীলে উপস্থিত হয়ে তাদের কেও খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এ জন্যই তিনি ওয়ারী বাসীর কাছে জনপ্রিয় ওসি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। এ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন। সেবার মানসিকতা নিয়ে পুলিশে এসেছি। সত্যও, ন্যায়ের পথে কাজ করে যাবো সব সময় মহান আল্লাপাক এর অশেষ রহমতে। ওসি মোঃ করিব হোসেন হাওলাদার অফিসার্স ইনচার্জ ওয়ারী থানা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ওয়ারী থানাবাসী সহ- দেশের জনগন প্রতিতিটি থানায় এরাকম পুলিশ কর্মকর্তা পাওয়ার আশা করেন বলে জানা গেছে। আমরা আশা করি এ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের সর্বচ্চ পদকে ভূষিত হবেন। পুলিশ জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে নিয়ে বাংলাদেশ পুলিশের আইজিপি ড.বেনজির আহমেদ বিপিএম বার স্যারের সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ পুলিশ দিন,দিন, উন্নতির দিকে ধ্যাবিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.