সাতক্ষীরায় ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার উত্তর পুইজালা গ্রামে ইসলাম ধর্ম সৃষ্টিকর্তা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুইজালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পুইজালা এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে মুহুর্মূহ শ্লোগান সহকারে শত শত ধর্মপ্রাণ মানুষের অংশ গ্রহনে বক্তব্য রাখেন, পশ্চিম পুইজালা মোড়লবাড়ী জামে মসজিদের ইমাম মিজানুর রহমান মোড়ল, পুইজালা জামে মসজিদের ইমাম আঃ মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, দক্ষিণ পুইজালা গ্রামের গুরুপদ বাছাড় (৬৫) এর ছেলে মিহির কান্তি বাছাড়(৩০) সৃষ্টিকর্তা, ইসলাম ধর্ম ও বিশ্বনবী মুসলিম সম্প্রদায়ের প্রাণের নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ, কুরুচিপূর্ণ ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অপমান ছুড়ে দিয়ে মন্তব্য করেছে। এলাকার মুসলমানরাই কেবল নয় গোটা দেশের মুসলমানদের মনে আঘাত একেদিয়ে মিহির যে কর্মকান্ড করেছে তা ক্ষমার অযোগ্য। এই মিহির ছাত্রজীবন থেকে নানা অপকর্মের সাথে জড়িত ছিল। অনার্স পড়তে পড়তে পিতা মাতার অমতে বিয়ে করে শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিল। মিহির বাছাড় গত ০৬/০৯/২২ ইং তারিখে তার নিজস্ব আইডি (Mk Bachher) থেকে ফেসবুকে সে অপকর্ম ছড়িয়েছে। ইতিপূর্বে মিহির বাছাড় অনেক বার এমন মন্তব্য করে আসছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।মূলত এবার গ্রুপ ম্যাসেঞ্জার শেয়ারের কারণে দেশ বিদেশে মূহুর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। সাথে সাথে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধ্যে পালিয়ে থাকা গুরুতর অপরাধী মিহির বাছাড় কে গত ০৭/০৯/২২ ইং তারিখ বিকেলে অত্র উপজেলার বড়দল ইউনিয়ন থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এজন্য পুলিশকে বিশেষ করে ওসি মমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তাগণ বলেন, অতিদ্রুত তাকে বিচারের মুখোমুখি করে অপরাধী মিহিরের ফাঁসি দাবি করছি। ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। তার সাথে সহযোগিদের খুজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে বক্তাগণ দাবী জানান। ভবিষ্যতে আর যাতে কেউ কোন ধর্মের প্রতি অবমাননাকর আচরণ ও মন্তব্য করতে না পারে তার জন্য দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নিতে বক্তাগণ প্রশাসনের কাছে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.