গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা এমবিবিএস ডাঃ লুৎফর রহমান আর নেই

অন্যান্য

নওগাঁ প্রতিনিধি :
দামকুড়ি মাদ্রাসার শিক্ষক খন্দকার লিটনের বাবা ডাঃ লুৎফর রহমান মারা গেছেন। শুক্রবার (৪ নভেম্বর ) রাত অনুমানিক ১১.৩০ মিনিটে নওগাঁর সাহাপুর পাড়া এলাকায় নিজ বাস ভবনে বার্ধক্যজ‌নিত কারণে তি‌নি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়ে‌ছিল ৮৬ বছর। মৃত্যুকালে তি‌নি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ডাঃ লুৎফর রহমান জড়িত ছিলেন বিভিন্ন দাতব্য ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে। পরিচিতি পেয়েছিলেন গরিবের ডাক্তার হিসেবেও। তার বড় গুণ ছিলো গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা । তার মৃত্যুতে এলাকার মানুষ গভীর ভাবে শোকাহত। এছাড়াও শনিবার সকালে তার মৃত্যুতে শোক জানাতে তার বাসভবনে সর্বস্তরের মানুষ আসেন ।

শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় অতি‌রিক্ত জেলা প্রশাসক সহ বীর মু‌ক্তিযোদ্ধারা উপ‌স্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতা কর্মী, পুলশসহ সাংবাদিকরা উপ‌স্থিত ছিলেন। বিকাল ৫ টায় শহরের শাহাপুর ঈদগাহ মাঠে তাকে দাফন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.