পাবনায় এইচএসসি পরীক্ষায় তিন দৃষ্টি প্রতিবন্ধীর সাফল্য

শিক্ষা

মোহাম্মদ আলী স্বপন :
এইচএসসি পরীক্ষায় এবারেও পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ জন পাস করে।

তারা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুরের বাবলাবনা গ্রামের আনছার আলীর ছেলে মেশাররফ হোসেন। পাবনা সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুরের ওয়াজেদ আলীর ছেলে শুভন মোল্লা। পাবনা সদরের দোগাছী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গাজীপুরের রমিজ উদ্দিনের ছেলে মো. রোমান মিয়া। পাবনা সদরের দোগাছী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ২.৪২ পেয়েছে।

ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, এবার এ প্রতিষ্ঠান থেকে ৭ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ৩ জন পাস করেছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও অগ্রসর হবে ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর আবুল হোসেন বলেন, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি করা হয়েছে। সমাজের দানশীল মানুষের দান ও অনুদানে পরিচালিত এ প্রতিষ্ঠান। ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দিতে পারলে এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। কিন্তু বোর্ড থেকে সেভাবে কোনো সাপোর্ট পাই না। দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষার জন্য টাকা দিয়ে শ্রুতি লেখক দিতে হয়।

তিনি বলেন, ট্রাস্ট থেকে সকল খরচ বিশেষ করে থাকা-খাওয়া, শিক্ষা ও চিকিৎসাসহ সকল ব্যয়ভার বহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.