দিনাজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে মহা-পরিচালক

ধর্ম

ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে
পরিণত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যে

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর থেকে :
বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহা-পরিচালক ড. গোলাম ফারুক বলেছেন, ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। তাই ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করাই হচ্ছে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যে। মসজিদে ইসলাম প্রচারের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।
২৭ নভেম্বর সোমবার ইমাম প্রশিক্ষণ একাডেমি’র আয়োজনে উত্তর গোবিন্দপুর সদর তাদের নিজস্ব কার্যালয়ে ১১২৪তম দলের নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিদ্দিকুল নবী মন্ডল। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ মনিটর মাওলানা মোঃ রফিকুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির প্রশিক্ষণ সহকারী মোঃ আজাদ কালাম রনি। প্রধান অতিথি বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহা-পরিচালক ড. গোলাম ফারুক রাজশাহী বিভাগের ৮ জেলা ও রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা হতে আগত একশতজন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ ও প্রাথমিক চিকিৎসা ব্যাগ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.