সাইফুল ইসলাম পলাশ-ফেনী থেকে :
শনিবার (১৩ জুন) সকাল ১১টায় সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা কমিউনিটি সেন্টারে ডাকবাংলা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান ও কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক দাউদুল ইসলাম মিনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ৪নং মতিগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আমির উদ্দি দৌলন, বিএনপি নেতা কামরুল ইসলাম কামরুল, ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল হাই মানিক ও ডাকবাংলা সকল ব্যবসায়ীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি আরিফুর রহমান আরিফ। প্রধান অতিথির বক্তব্যে দাউদুল ইসলাম মিনার বাজার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ ব্যবসায়ীরা যেন নিবিঘ্নে ব্যবসা করতে পারে, সন্ত্রাস ও চাঁদা মুক্ত একটি আধুনিক বাজার গঠনের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি সকলের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন ১১ উপদেষ্টা এবং ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। উপদেষ্টারা হলেন (১) জয়নাল আবেদীন বাবুল, (২) দাউদুল ইসলাম মিনার, (৩) কামরুর ইসলাম, (৪) জসিম উদ্দিন লন্ডনী, (৫) আমিন উদ্দিন দৌলন, (৬) খুরশিদ আলম কিরন, (৭) ডাক্তার ওবায়দুর হক, (৮) গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, (৯) মোঃ জুলফিকার, (১০) ছালাহ উদ্দি আকবর হুমায়ুন, (১১) তাজুল ইসলাম সেলিম প্রমূখ। কমিটির সদস্যরা হলেন— আরিফুর রহমান আরিফ (সভাপতি), ডাঃ মোহাম্মদ এছাক (সিনিয়র সহ—সভাপতি), মোঃ নুরুল হুদা (সহ—সভাপতি), মোঃ নুর নবী (সহ—সভাপতি), জালাল আহম্মদ (সহ—সভাপতি), আবুল কালাম (সাধারন সম্পাদক), মো. শাহ আলম (সহ—সাধারন সম্পাদক), সাইফুল ইসলাম (সহ—সাধারন সম্পাদক), বদর উদ্দিন বাহার (সাংগঠনিক সম্পাদক), শামছুল আলম (সহ—সাংগঠনিক সম্পাদক), শামছুল আলম (সহ—সাংগঠনিক সম্পাদক), ওমর ফারুক (সহ—সাংগঠনিক সম্পাদক), মো. সুমন (সহ—সাংগঠনিক সম্পাদক), মো. আবুল বশার (কোষাধ্যক্ষ), নুরুর আফছার জসিম ( প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. হারুন (দপ্তর সম্পাদক), মুফতি আবদুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক), মাস্টার সাহাব উদ্দিন (সদস্য), এনামুল হক (সদস্য), আবদুল মজিদ (সদস্য), মো.মানিক (সদস্য), আবু ইউছুফ মানিক (সদস্য), মো. রাসেল (সদস্য), ওলি উল্যাহ ফারুক (সদস্য), জিয়া উদ্দিন (সদস্য), ইমাম হোসেন সোহাগ (সদস্য), এমদাদুল হাসান (সদস্য), আবদুল হালিম সাগর (সদস্য), মো. তারেক (সদস্য), মামুন মিয়াজী (সদস্য), শরীফুল ইসলাম শামীম (সদস্য), কবির হোসেন (সদস্য)। নর্ব নির্বাচিত কমিটির সভাপতি আরিফুর রহমান আরিফ ও সাধারন সম্পাদক আবুল কালাম সকলের সার্বিক সহযোগিতা চেয়ে বলেন ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতায় নিয়ে উর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি।