কুমিল্লার তিতাসে মামলাবাজ শাহিনুর ও মিনরা বেগমের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অন্যান্য জেলার খবর রাজনীতি

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লার তিতাসে মামলাবাজ ও মামলা ব্যবসায়ী শাহিনুর/আমেনা ও মিনরা বেগমের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে মিথ্যা মামলায় আটক নবীর হোসেনের মুক্তির দাবি তুলে ধরে শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের মধ্যপাড়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী ও ভুক্তভোগী সাধারণ মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে আবদুল বাতেন, ডা.আবদুল হান্নান,আশরাফুল আলম,নুরুল ইসলাম মেম্বার, মোহর মিয়া,জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ,তানভীর আহমেদ,এনামুল হকসহ এলাকার প্রায় ৪ শতাধিক নারী- পুরুষ অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন-শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম মামলাবাজ মহিলা। তাদের দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা বিশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে আমাদের সাগরফেনা গ্রামের নিরীহ-নিরপরাধ অনেক মানুষকে হয়রানি করে আসছে । তাদের চাহিদা অনুযায়ী টাকা দিলে মামলা তুলে আনেন। আর যারা টাকা দিতে পারেন না তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেন বছরের পড় বছর।
তারা নবীর হোসেনের কাছে জায়গা চেয়েছিলো। তাদের কথা মতো জায়গা না দেওয়ায় শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগম একটি মিথ্যা ধর্ষণ মামলায় নবীর হোসেনের মতো একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিয়েছে।
তাঁকে দীর্ঘদিন ধরে মিথ্যা ধর্ষণ মামলায়
আটক করে রাখা হয়েছে। সে কারাগারের নির্জনের চার দেয়ালে ভেতরে বন্দি হয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে।

আমরা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করছি।সেই সাথে মিথ্যা মামলার বাদী শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.