খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি স্বাধীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারে সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের ঝড়

মতামত

তেলবাজি, দলবাজ ও সাংবাদিকতার মুখোশধারী দালাল চক্রের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার স্বাধীন-এর পক্ষে।

খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার স্বাধীন দীর্ঘদিন ধরে সততা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। অথচ সম্প্রতি একটি স্বার্থান্বেষী কুচক্র মহল উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খিলক্ষেত প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন,

“অনুসন্ধানমূলক সাংবাদিকতা সাংবাদিকতার প্রাণশক্তি। তবে এই পথ সবার জন্য নয়। সত্য উদঘাটনের জন্য প্রয়োজন নির্ভীক মনোভাব, পেশাগত দক্ষতা, অটল সততা এবং ঝুঁকি মোকাবিলার দৃঢ় মানসিকতা। প্রতিটি সংবাদেই চ্যালেঞ্জ থাকে, যা মোকাবিলা করা সবার পক্ষে সম্ভব নয়।”

ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হাবিব সরকার স্বাধীন দীর্ঘদিন ধরে খ্যাতিমান সাপ্তাহিক অপরাধ বিচিত্রা-তে সুনামের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে তার অনুসন্ধানী প্রতিবেদন নিয়মিত প্রকাশিত হচ্ছে। রাষ্ট্রীয় কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখনও নির্ভয়ে কলম ধরেছেন তিনি।

বিশেষ করে রাজধানী ঢাকার প্রভাবশালী মাফিয়া সিন্ডিকেট নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় তাকে একাধিকবার সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী স্বৈরাচার সরকারের সময় বনানী থানার এক প্রভাবশালী ওসির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে উদ্দেশ্যমূলকভাবে তাকে মাদক মামলায় জড়িয়ে দীর্ঘদিন কারাবরণে বাধ্য করা হয়। তবুও এসব দমন-পীড়ন তার অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করতে পারেনি; বরং আরও দৃঢ় প্রত্যয়ে তিনি সত্য অনুসন্ধানে নিজেকে নিয়োজিত রেখেছেন।

সাংবাদিকদের অধিকার রক্ষা এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তিনি রাজধানীর খিলক্ষেতে প্রতিষ্ঠা করেন খিলক্ষেত প্রেসক্লাব। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সংগঠনের পক্ষ থেকে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে জীবন ঝুঁকিতে রেখে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

তবে দুঃখজনক হলেও সত্য, এসব অবদানের পরও একটি স্বার্থান্বেষী মিডিয়া চক্র তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও অনুসন্ধানবিহীন সংবাদ পরিবেশন করছে। সম্প্রতি এক নবীন সাংবাদিক তার বিরুদ্ধে মামলা দায়ের করায় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, সাংবাদিকতায় পা দিয়েই একজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা পেশাগত শিষ্টাচার ও নীতিমালার পরিপন্থী।

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সচেতন মহলের অভিমত— একটি বিশেষ মিডিয়া সিন্ডিকেট নিজেদের স্বার্থ রক্ষায় পরিকল্পিতভাবে অনুসন্ধানী সাংবাদিক হাবিব সরকার স্বাধীনকে হয়রানি ও অপপ্রচারের ফাঁদে জড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি হাবিব সরকার স্বাধীনের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে এসব উদ্দেশ্যমূলক অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.