সমাবেশের অনুমতির চেয়ে ডিএমপি কমিশনার কার্যালয়ে বিএনপির নেতারা

রাজনীতি

ডেস্ক রিপোর্ট :
দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে দলটিকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে অনুমতি পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।

৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন।

ডিএমপি কমিশনার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।

এ ব্যাপারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, আমরা অনুমতির কথা বলেছি। উনারা জানিয়েছেন কথা বলে জানাবেন।

খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারাদেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.