সারাবিশ্বে মুজিব বর্ষ পালিত হবে – অর্থমন্ত্রী

জাতীয়

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ‘হোস্ট কান্ট্রি’ হলেও সারাবিশ্বে মুজিব বর্ষ পালিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মুজিব বর্ষ উপলক্ষে যুবকদের দক্ষতা উন্নয়নে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি।

৮ ফেব্রুয়ারী শনিবার রাজধানীর হোটেল রেনেসাঁয় দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরো বক্তব্য রাখেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

অর্থমন্ত্রী বলেন, দক্ষতা বাড়াতে অনেক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেগুলোর বেশিরভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের শ্রমিকরা অনেকেই খুব দক্ষ। শতভাগ মানুষকে যথোপযুক্ত দক্ষতার আওতায় আনতে হবে।

মনমোহন প্রকাশ বলেন, উন্নয়ন টেকসই করতে বাংলাদেশকে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে হবে। স্বল্প মজুরি আর কম দক্ষতাপূর্ণ এ কর্মসংস্থান বাজার দিয়ে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব না। দীর্ঘ মেয়াদে উন্নয়ন ধরে রাখতে হলে বাংলাদেশকে শিক্ষা খাতে বিশেষত কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

বাংলাদেশের ৩৫ শতাংশ যুবক ১৫ বছরের ঊর্ধ্বে, তাদের দক্ষতা বাড়াতে সর্বোচ্চ উদ‌্যোগ নিতে হবে এদেশের সরকারকে। একইসাথে সেবা ও উৎপাদনশীল খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কর্মীদেরও হাতে কলমে শেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.