ইন্টারনেট সুপার হাইওয়ে হচ্ছে ডিজিটাল সংযুক্তির ভিত্তি – মোস্তফা জব্বার

জাতীয়

ডেস্ক রিপোর্ট:
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী সভ্যতার ভিত্তি হবে ডিজিটাল সংযুক্তি। ইন্টারনেট সুপার হাইওয়ে হচ্ছে ডিজিটাল সংযুক্তির ভিত্তি। ডিজিটাল সংযুক্তির এই মহাসড়ক নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিটিসিএলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব বহু গুণ বৃদ্ধি পেয়েছে।

৯ ফেব্রুয়ারী রোববার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে বিটিসিএলের চিফ জেনারেল ম্যানেজার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর– রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব‌্য রাখেন বিটিসিএলের ব‌্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ডাটা ব্যবস্থাপনার অফুরন্ত সুযোগ কাজে লাগাতে বিটিসিএলকে আরো দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। ফিক্স ব্রডব্যান্ড ফাইভজি চালুর বিষয়ে বিটিসিএলকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.