কুমিল্লার নাঙ্গলকোটে ভায়রার হাতে ভায়রা খুন

অপরাধ

মো: আব্দুর রহিম বাবলু :
কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় উত্তর-পূর্ব পাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে এক ভায়রা ভাই ও তার লোকদের হামলায় অপর ভায়েরা ভাই আহত হওয়ার এক মাস তিন দিন পর গত বুধবার তার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আমিনুল হক মজুমদার ফুল মিয়া (৬০) ওই গ্রামের মৃত ফজলের রহমান মজুমদারের ছেলে।

আজ শুক্রবার সকালে দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পারিবারিক ও মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে ভায়েরা ভাই মোস্তফা মজুমদারের নেতৃত্বে ১৪জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমিনুল হক মজুমদারের বাড়িতে হামলা করে। এসময় সন্ত্রাসীরা আমিনুল হকসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আশঙ্কা জনক অবস্থায় আমিনুল হক মজুমদার ফুলমিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থা আরো গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে নিহতের ছোট ভাই আব্দুল গোফরান নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন ।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ৩ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিরা জামিনে রয়েছে। যেহেতু ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে তাই ওই মামলাটি আদালতের মাধ্যামে হত্যা মামলা হিসেবে পরিবর্তিত হবে। মামলার তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.