কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আরো ৩০১ জন হোম কোয়ারেন্টাইনে ভর্তি,বেশি মুরাদনগরে

স্বাস্থ্য

অনলাইন নিউজ ডেস্ক :
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় আরো ৩০১ জনকে হোম কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিনে কুমিল্লার ১৭টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনকৃত প্রবাসীর সংখ্যা ৬১৩ জন। এদের মধ্যে ৩ জনকে ছাড়পত্র দিয়েছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামান। 
তিনি আরো জানান, জেলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলা প্রশাসনকে সচেতনতার জন্য নানা ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিদেশ ফেরত যারা আছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কেউ না মানলে সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাসহ উপজেলা প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহন করবে। ইতোমধ্যে কয়েক স্থানে জরিমানা করা হয়েছে। সকলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেনতার সাথে মোকাবেলা করতে হবে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনকৃতের সংখ্যা ১৭৬ জন, যা গতকাল এ সংখ্যা ছিল ৪৯জন। এ উপজেলায় সব মিলিয়ে কোয়ারেন্টাইনকৃতের সংখ্যা ২২৫ জন। আদর্শ সদর উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ২৪ জন পূর্বের ২২ জন ২৪ ঘন্টায় আরো  ২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।  তিতাস উপজেলায় ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনকৃত ৩৫ জন, গতকাল এ সংখ্যা ছিল ৪৪ জন। এ উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃতের সংখ্যা ৭৮ জন। সদর দক্ষিন উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃতের সংখ্যা ৪৭ জন, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনকৃত ৯জন । মনোহরগঞ্জ উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত রোগীর সংখ্যা ৪০ জন, পূর্বের ৩৭ জন ও ২৪ ঘন্টায় ৫জন। লালমাই উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ৩৩ জন, ২৪ ঘন্টায় ৯ জন পূর্বের ২৪ জন। নাঙ্গলকোট উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ২৭ জন, পূর্বের ৭জন ২৪ ঘন্টায় ২০ জন। দাউদকান্দি উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ২২জন। পূর্বের ১৪ জন ২৪ ঘন্টায় ৮ জন। চান্দিনা উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃতের সংখ্যা ২২ জন। পূর্বের ৯ জন ২৪ ঘন্টায় ১৩ জন। মেঘনা উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ১৭ জন, ২৪ ঘন্টায় ৩ জন পূর্বের ১৪ জন। হোমনা উপজেলায় হোম কোয়ারেন্টাইনকৃত ১৬ জন। ২৪ ঘন্টায় ৩ জন পূর্বের ১৩ জন। চৌদ্দগ্রাম উপজেলায় হোম কোয়ারেন্টাইনকৃত ১৪ জন। ২৪ ঘন্টায় ৬ জন পূর্বের ৮ জন। বুড়িচং উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ১১ জন। ব্রাহ্মনপাড়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনকৃত ৯জন। বরুড়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনকৃত ৮ জন। ২৪ ঘন্টায় ৪জন এবং পূর্বের ৪জন। দেবিদ্বার উপজেলায় মোট হোম কোয়ারেন্টাইনকৃত ৬জন। 
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজ্জামান জানান, কুমিল্লায় করোনা সন্দেহে কাউকে আইসোলেশনে রাখতে হলে চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পোষাক আনা হয়েছে। এখন করোনা সন্দেহজনক হলে কুমিল্লায় আইসোলেশনে রাখা যাবে। 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.