কুৃমিল্লা টাউন হল মাঠে সেনাবাহিনীর নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা প্রদান শুরু

স্বাস্থ্য

কুৃমিল্লা মহানগর প্রতিনিধি :
জাতীয় মহাদুর্যোগে সাধারণ মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লা টাউন হল মাঠে সেনাবাহিনীর মেডিকেল টিম। অথচ পিপিই-র দোহাই দিয়ে সরকারী-বেসরকারী বেশীর ভাগ চিকিৎসক রোগীদের সেবাদান থেকে বিরত রয়েছেন। এদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব নেই।

দেশ প্রেমিক সেনাবাহিনী কুমিল্লায় ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে। গত বুধবার সকাল থেকে সেনাবাহিনীর এ কার্যক্রম জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসা সেবার পাশাপাশি সেনাবাহিনী বিনামুল্যে প্রয়োজনীয় ঔষধ সহায়তা প্রদান করছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা কার্যক্রম দুর্যোগকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা যায়।

দেশের চরম সংকটকালীন সময়ে যখন বহু বেসরকারি হাসপাতাল, ব্যস্ত প্রাইভেট চিকিৎসকের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে গেছে তখন আমাদের সেনাবাহিনী আপন ঐতিহ্যে জাতির সামনে আশার আলো প্রজ্বলিত করে এগিয়ে এসেছে। সাধারণ মানুষের নুন্যতম স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারকে সুরক্ষিত করছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেনাবাহিনীর সে সকল সময়ের সাহসী সন্তান বীর চিকিৎসকদের প্রতি, যারা জীবন বাজি রেখে এ চরম সংকটকালীন সময়ে মানবতার সেবায় এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.