বাংলাদেশে করোনা ভাইরাস ভয়ংকর রূপ নিচ্ছে আজ একদিনেই আক্রান্ত ১৮ জন

জাতীয়

অনলাইন নিউজ ডেস্ক:
পুরো বিশ্বের মতো তাল মিলিয়ে এবার বাংলাদেশেও ভয়ঙ্কর হতে শুরু করেছে করোনাভাইরাস। আ ক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের দিক দিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ৮৮ জন।

এছাড়াও এই ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জনের প্রা ণহা নি ঘটেছে। ফলে দেশে মোট মৃ তের সংখ্যা হলো ৯ জন। গতকাল শনিবার (৪ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৮ জন মারা গেছেন, ৩০ জন সুস্থ হয়েছেন এবং আক্রান্ত মোট ৭০ জন। দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি দেশের মানুষের কাছে প্রতিদিন তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এদিকে, করোনার প্রভাবে বিশ্ব পরিস্থিতি ক্রমন্বয় খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। মৃত্যের সংখ্যা নিয়মিত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৮শ’ মানুষের প্রা ণ কেড়ে নিলো নোভেল করোনাভাইরাস। এনিয়ে রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট মৃ তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৬ জনে। আক্রান্তের সংখ্যা ১২০১৯৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪৬৬৩৪ জন।

শুধু যুক্তরাষ্ট্রেই সংক্রমিত তিন লাখের বেশি মানুষ। শনিবার দিনের হিসেবে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন করে মা রা গেছেন এক হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মৃ তের সংখ্যা দাঁড়ালো সাড়ে আট হাজারে। এছাড়া ফ্রান্সে মা রা গেছেন এক হাজার ৫৩ জন। মোট মৃ ত্যু সাড়ে সাত হাজার ছাড়িয়েছে দেশটিতে। প্রাণহানি ও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাজ্যেও। টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ইতালি-স্পেনে।

দেশ দু’টিতে নতুন করে মৃত্যু হয়েছে ১৪শ’র বেশি মানুষের। এখন পর্যন্ত বিশ্বের ২০৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু নিউইয়র্কে হিসেব করলে ঘণ্টায় মারা যাচ্ছেন ২৩ জন মানুষ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.