বগুড়া শিবগঞ্জে ৪০ বোতল ফেনসিডিল সহ স্বামী স্ত্রী আটক

অপরাধ

মতিন খন্দকার টিটু :
করোনা ভাইরাস দমিয়ে রাখতে পারেনি মাদক ব্যবসায়ীদের। এই দুঃসময়ের মধ্যেও পুলিশের করা নজরদারি এরিয়ে যেতে পারেনি মাদক ব্যবসায়ীদের কারবারি। বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস.আই আলী আকবর, এএসআই মুক্তার হোসেন, এএসআই মামুনুর রশিদ মামুন প্রয়োজনীয় ফোর্স উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে অভিযান চালান। এসময় পুলিশ তার শয়ন কক্ষের খাটের নিচের মাটি খুরে মাটির ডাবরে ভিতরে বিশেষ কায়দায় ৪০ বোতল ফেন্সিডিল লুকিয়ে রেখে উপরে পিঁয়াজ দ্বারা ঢাকিয়ে রাখে। পুলিশ সারা বাড়ি তল্লাশি চালিয়ে উল্লেখিত স্থান থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় মাদক দ্রব্য ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সাথে জড়িত থাকার অপরাধে মাদক ব্যবসায়ী নাটমরিচাই গ্রামের আব্দুর রহিম এর ছেলে আজমল হোসেন (৫০) ও তার স্ত্রী রহিমা বিবি (৪০) কে বুধবার দুপুরে নিজ বাড়ি হইতে আটক করে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে জেলহাজুতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.