আগামীকাল কুমিল্লা মেডিকেলে করোনার টেস্ট মেশিনের উদ্বোধন : মঙ্গলবার থেকে নিয়মিত টেস্ট চলবে

অন্যান্য

কুমিল্লা সদর প্রতিনিধি :
আগামীকাল ২৭ এপ্রিল সোমবার করোনা ভাইরাস পরীক্ষার মেশিন (পিসিআর মেশিন) উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে বলে জানান কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ,
জানা যায়, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার করোনা পরীক্ষার (পিসিআর ল্যাব) মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে আসে। গত কয়েকদিনে কলেজের মাইকোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় মেশিনটি। পিসিআর মেশিনের উপর (করোনা পরীক্ষার মেশিন) ২৬ এপ্রিল রবিবার বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালায় ১৮জন স্বাস্থ্য কর্মী অংশগ্রহন করেছেন। এদের মধ্যে ৭জন টেকনোলজিস্ট ও ১১জন ডাক্তার ছিলেন। মেশিনটি পরিচালনার জন্য স্বাস্থ্য কর্মীদের মেশিন অপারেট করাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। আগামীকাল ২৭ এপ্রিল এ মেশিনে করোনা পরীক্ষার জন্য উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা-০৬ সদর আসনের এমপি সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ গণ মাধ্যমকে জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ও আগামীকাল ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে আমরা ২৮ এপ্রিল থেকে পরীক্ষা করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.