হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো কুমিল্লা সদর দক্ষিন থানার এএসআই দেলোয়ার চৌধুরী

অন্যান্য

বিশেষ প্রতিনিধি :
হারানো মোবাইল ফিরে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। হারানোর পর থানায় জিডি করলেও মোবাইল পাওয়ার সম্ভাবনা খুবই কম,তারপরও মাঝে মাঝে কিছু চৌকুস পুলিশ কর্মকর্তার পরিশ্রমের ফলে ফিরে পাওয়া যায়।তেমনই একটি ঘটনা ঘটে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন টমছমব্রীজ এলাকার এক কলেজ ছাত্রী জারিন তাসনিম এ্যানী,গত ২৭ ফেব্রুয়ারী-২০২০ বাসা থেকে বের হয়ে টমছমব্রীজ যাবার পথে অসাবধানতা বশত হারিয়ে যায় শখের প্রিয় স্যামসাং গ্যালাক্সি মোবাইলটি,পরদিন ২৮ ফেব্রুয়ারী-২০২০ সদর দক্ষিণ মডেল থানায় জিডি করে।দীর্ঘদিন ধরে মোবাইলের কোন সন্ধান না পেয়ে পাবার অাশায় ছেড়ে দিয়েছিল মেয়েটি,কিন্তু চৌকুস পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার চৌধুরী সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম পিপিএম, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর দের সার্বিক দিক নির্দেশনায় মহামারী করোনা কালীন অতিরিক্ত দায়িত্ব পালনের পরও প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহার করে হারানোর প্রায় ৫ মাস পর মোবাইলটি উদ্ধার করতে সমর্থ হয় এবং অাজ মোবাইলটির মালিক ছাত্রী জারিন তাসনিম এ্যানি এর হাতে তুলে দেয়া হয়।এ সময় পুলিশ পরিদর্শক(তদন্ত) কমল কৃষ্ণ ধর ও এএসঅাই দেলোয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জারিন তাসনিম এ্যানি বলেন,মোবাইলটি পেয়েছে এরকম খবর শুনে বিশ্বাস করতে পারিনি,পরে মোবাইলটি হাতে পেয়ে মনে হল বাংলাদেশ পুলিশের প্রযুক্তিতেও অনেক এগিয়ে গেছে,তিনি সকল পুলিশ সদস্যদের ধনবাদ জানান।
এ বিষয়ে এএসঅাই দেলোয়ার চৌধুরী বলেন,হারানো জিডির সূত্র ধরে প্রযুক্তির সর্বোচ্চ ব্যাবহারের মাধ্যমে হারানোর প্রায় ৫ মাস পর মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং মোবাইলের প্রকৃত মালিকের হাতে দিতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.