বগুড়ায় কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা সাধারণ জনগন

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় বিভিন্ন বাজারে পেয়াজের ঝাঝ থামতেই শুরু হয়েছে মরিচের সীমাহীন ঝাল। স্মরণকালের সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে এখন কাচামরিচ। হঠাৎ করেই বাজারে দাম আকাশ চুম্বি হওয়ায় মানুষের নাভীশ্বাস উঠেছে। ফলে করোনার এই দুর্যোগে মানুষের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিসহ। তবে এর কারন হিসেবে কাচা মরিচের আমদানী কম ও পথে ঘাটে অতিমাত্রায় খাজনা আদায়কে দোষছেন ব্যাপারীরা। পাইকারী দরের চেয়ে প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।
বগুড়ার বিভিন্ন বড় বড় হাট বাজারগুলোতে দেখা গেছে, পাইকারী দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। পাশেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা কেজি। পাইকারী দরের চেয়ে খুচরা বাজারে প্রায় দ্বিগুন দামে বিক্রি করার কারন জানতে চাইলে দোকানীরা যুক্তি সংগত কোন কারন জানাতে পারেনি। তবে পথে ঘাটে ও হাটে বাজারে খাজনা, পরিমানের তুলনায় বেশী বলে জানিয়েছেন অনেকে। এছাড়াও দোকানীরা কেউ জানেনা সরকারী নিয়ম অনুযায়ী প্রকৃতপক্ষে কোন দোকানীর সঠিক খাজনা কত টাকা ইজারাদাররা যা চান তাই দিতে বাধ্য হয় দোকানীরা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.