বিশেষ প্রতিনিধি :
বগুড়ার শেরপুর স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীসহ তিনজন কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। বিবাহিত জীবনের ৪ বছরের সুখের সংসারে কাল হয়ে দাড়াল যোগাযোগ মাধ্যম মোবাইল ফোনের ম্যাসাঞ্জার। ম্যাসাঞ্জারের মাধ্যমে পরিচয় এক বছর যাবত। পরিচয় থেকেই সিমা আক্তার ও একরামুল ইসলামের শুরু হয় পরকিয়া প্রেমের সম্পক।
সরেজমিনে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মো: আব্দুস সালাম সরকারের মেয়ে মোছা: সিমা আক্তার (২২) এর সাথে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া রহমতপুর এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে মো: জাহাঙ্গীর আলম (২৯) এর সাথে ৪ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সুখের সংসার ভালোই চলছিল। তাদের সুখের সংসারে একমাত্র কাল হয়ে দাড়ালো একটি মোবাইল ম্যাসাঞ্জার। এই মোবাইল ম্যাসাঞ্জারে গত ১ বছর যাবত মোছা: সিমা আক্তার (২২) এর সাথে একই এলাকার একরামুল হোসেন (২৫) এর সাথে ম্যাসাঞ্জারে মাধ্যমে পরোকিয়ার সম্পর্ক গড়ে তোলে। মো: একরামুল হোসেন শাহ-বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার মো: রঞ্জুর ছেলে বলে জানা গেছে।
শাব-বন্দেগী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউ,পি সদস্য মো: সানোয়ার হোসেন এবং খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ইউ,পি সদস্য মো: ওমর আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শেরপুর থানা পুলিশকে এহেন ঘটনার কথা জানান। ঘটনার সংবাদ পেয়ে শেরপুর থানার শাহ-বন্দেগী ইউনিয়নের দায়িত্বরত এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনার স্থলে পৌছেন এবং স্বামী-স্ত্রীসহ ৩জনকে আটক করে শেরপুর থানায় নিয়ে যায়।