নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্হানে অবৈধ ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দিরপাড়, লিবার্টিমোড় এবং টাউন হল মাঠের অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়।অভিযানে সার্বিক সহযোগীতা করেছে সিটি কর্পোরেশন, জেলা পুলিশ এবং জেলা আনসারের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান,কুমিল্লা জেলা প্রশাসক আবু ফজল মীর এর নির্দেশনায় উচ্ছেদের আগে থেকেই মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জানিয়ে দেয়া হয়েছিল তারপরও অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেয়নি কেউ এবং বিগত কয়েকদিন যাবত নগরীর অবৈধ ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।