বগুড়া সান্তাহার পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে জয়ী হলেন যারা

রাজনীতি

মুক্তারুজ্জামান আদমদীঘি থেকে :
দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু মেয়র নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে নির্বাচন অফিসের ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিএনপির ধানের শীষ প্রতীকে তোফাজ্জল হোসেন ভুট্টু ভোট পেয়েছেন ৭ হাজার ৭৮৮ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ভোট পেয়েছেন ৭হাজার ৪০২। অর্থাৎ নৌকাকে পিছিয়ে ফেলে ৩৮৬ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেন। এছাড়া নির্বাচনে মেয়র পদে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক ভোট পেয়েছেন ৮৪৬।

এদিকে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন; ১নম্বর ওয়ার্ডের হাবিবুল আলম, ২নম্বর মমতাজ আলী, ৩নম্বর নজরুল ইসলাম, ৪নম্বর ওয়াহেদুল ইসলাম, ৫নম্বর আলউদ্দীন, ৬নম্বর হুমায়ুন কবির, ৭নম্বর আব্দুল কুদ্দুস, ৮নম্বর জার্জিস আলম রতন, ৯নম্বর কামরুল এবং সংরক্ষিত নারী কাউন্সিলর তাছলিমা, মাহাবুবা জামান রত্না ও জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আব্দুর রশিদ মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৬৬৯ জন। এরমধ্যে ১৬ হাজার ৭৪ জন ভোটার ভোট দেন। এ নির্বাচনে ৬২ দশমিক ৬.২ ভোট সংগ্রহ হয়। তিনি আরো জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভেট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.