সিটি নির্বাচন নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের পাল্টা-পাল্টী বক্তৃতা

জাতীয়

ডেস্ক রিপোর্ট :
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সংসদ সদস‌্যরা।

ঢাকার সিটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টির দাবি করে বিএনপির সংসদ সদস‌্য হারুনুর রশীদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, ৯০ ভাগ মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। তার কাছে কি জনমত মাপার যন্ত্র আছে?’

এর জবাবে আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, ‘মাপার যন্ত্র আছে আপনার চেয়ারপারসনের কাছে। কারণ তিনি ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে বলেছিলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টার বেশি আসন পাবে না। তাহলে ওনার কাছে মাপার যন্ত্র আছে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গাজীপুরে বিএনপি বিজয়ী না হয়েছে, ততক্ষণ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না বলে দাবি করেছিল, এই স্লোগান বিএনপির মুখে মুখে ছিল। কিন্তু দেখা গেল আমরা ১ লাখ ভোটের ব্যবধানে হেরেছি।’

তোফায়েল বলেন, ঢাকা সিটি নির্বাচন শুরুর আগ থেকে বিএনপি বলছে, নির্বাচন নিরপেক্ষ হবে না। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

দল দুটির অন‌্যান‌্য সংসদ সদস‌্যরাও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের দলের অবস্থানের পক্ষে বাক‌্য বিনিময় করে সরব করে রাখে মঙ্গলবারের অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.