ঢাকার আশুলিয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে চাঁদা দাবী

অপরাধ

আশুলিয়া প্রতিনিধি
শিল্পাঞ্চল আশুলিয়া থানাধীন কাঠগড়া বেঙ্গলমোড় এলাকায় জনসাধারণের চলাচলের পথে বেড়া দিয়ে প্রত্যেক বাড়ি ও প্লট ওয়ালাদের কাছে শতাংশ প্রতি ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় ভাবে এর প্রতিবাদ করলে স্থানীয় মইহ্যা পলানের লোকজন প্রকাশ্য নানা ভাবে তাদের হুমকি ধমকি দিয়ে আসছে । জানা যায় আশুলিয়া থানার কাঠগড়া বেঙ্গলমোড় এলাকার মৃত নন্দু পলানের ছেলে মইহ্যা পলান (৫০) নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছেন। গ্রামের কেউ যদি নতুন বাড়ি নির্মাণের জন্য ইট বালি গাড়ী দিয়ে বহন করেন, সেখানে রাস্তা বা পথে বাধাঁ সৃষ্টি করে এবং তাকে চাঁদা না দিলে চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধ থাকলে সে জোরপূর্বক জমি দখল, গাছপালা কর্তনসহ নানা অপরাধের সাথে জড়িত বলে জানায় এলাকাবাসী । কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে হামলা মামলার শিকার হতে হয়। এমনকি তার বাহিনী দিয়ে রাতের আধাঁরে বড় ধরনের দুর্ঘটনার ঘটাবে বলে ভয় ভীতি প্রদর্শন করে এতে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পায় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভূক্তভোগী বলেন ,তার অনুমতি ছাড়া বাড়ি নির্মাণের কাজ শুরু করায় আমার এক আত্নীয়কে মারধর করে মইহ্যা পলান। আমি নিরুপায় হয়ে তাকে প্রায় ৩০ হাজার টাকা দেই, তখন সে শান্ত হয়। স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আলী বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা যদি তাই হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেন আমার এলাকায় সন্ত্রাসীর ঠাঁই নাই।এ বিষয়ে মুঠোফোনে মইহ্যা পালনের সাথে কথা বললে তিনি বলেন আমার তো কোনো জমি নেই,আর এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে আশুলিয়া থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার জানান, এ ধরনের কেন অভিযোগ কেউ দেয় নি, দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.