বয়সে ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা

জাতীয়

ডেস্ক রিপোর্ট :
করোনা মহামারির সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনার জন্য সরকার কয়েক দফা লকডাউন ঘোষণা করেছে। যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরির পরীক্ষাও নেওয়া সুযোগ হয়নি। এতে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষা অংশগ্রহণের আগেই বয়সের সময়সীমা পেরিয়ে গেছে। এমন পরিস্থিতিতে চাকরিপ্রার্থীর বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার।

চাকরিপ্রার্থীদের বয়সে ছাড়ের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, যে সময় থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো হওয়ার কথা কিংবা পরীক্ষা নেওয়ার কথা সেই সময় থেকে কয়েক মাস বয়সে ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা।

করোনাভাইরাসের প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস, অর্থাৎ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু গত এপ্রিল থেকে ফের লকডাউন চলছে। যা আগামী ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য ফের কয়েক মাস সরকারি চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.