নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাসেল (২০) নামের আরো একজনের মৃত্যু। বৃহস্পতিবার (১লা জুলাই) বেলা সোয়া দুইটার সময় শেখ হাসিনা জাতীয় বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।
শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেল (২০) নামের বেলা সোয়া দুইটার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের শরীরে ৯০% শতাংশ দগ্ধ ছিল ।
রাসেলের চাচা বজলুর রহমান জানান, ঠাকুরগাঁওয়ের একটি সরকারি কলেজে রাসেল স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাসেলের বাবা জসীমউদ্দীন পেশায় সে একজন কৃষক। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়। তিনি জানান, রাসেলের কলেজ বন্ধ থাকায় তিনি বসে না থেকে নিজে উপার্জনের আশায় ছয় মাস আগে ঢাকায় আসেন। বিস্ফোরণের পাঁচ দিন আগে বেঙ্গল মিটে চাকরি নেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুরে। তার পিতার নাম জসীমউদ্দীন। বর্তমানে মগবাজার আড়ং-এর সাথেই থাকতেন।