ঢাকার আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবস পালন

অন্যান্য

মনির হোসেন :
স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আশুলিয়া রিপোর্টর্স ক্লাবে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭,৩০ টার দিকে আশুলিয়া রিপোর্টর্স ক্লাবের নিজস্ব হল রুমে জাতীয় শোক দিবস পালন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টর্স ক্লাবের সভাপতি শাহ আলম, সনঞ্চলনায় ছিলেন আল শাহরিয়ার বাবুল খান।
আরও উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ আশুলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রধান, সমজ কল্যাণ সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা রিপোর্টার, মোঃ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বর্তমান কথা স্টাফ রিপোর্টার মোঃ নুরে আলম সিদ্দিক মানু, কার্যনির্বাহী সম্পাদক সাপ্তাহিক গ্রামগঞ্জের খবর আশা চৌধুরী, দৈনিক সকালের বাংলা মনির হোসেন, আঃ রশীদ, ,দৈনিক সংগ্রাম আশুলিয়া প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক গণকন্ঠ আশুলিয়া প্রতিনিধি সাঈম সরকার, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আবুল কালাম আজাদ, মোঃমোস্তাক আহমেদ, বিপ্লব ও প্রমুখ।
পরিশেষে শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.