কুমিল্লার সদর দক্ষিণে ফেসবুক পোস্টে “ব্রীজের বেহাল দশা” দেখেই ইউএনও’র ব্যবস্থা

অন্যান্য

মামুন মজুমদার,কুমিল্লা থেকে :
দীর্ঘদিন ধরেই ছোট-মাঝারী কিছু গর্তের খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার আলমপুর হয়ে সুয়াগাজী বাজার সড়কের ডাকাতীয়া নদীর উপর যাতায়াতের সড়কের ব্রীজটি।সড়কটিতে কোন ল্যাম্পপোস্ট না থাকায় ভোগান্তি বেড়ে আরও কয়েক গুণ হয়েছে, যার ফলে সন্ধ্যার পর এই রাস্তায় যাতায়াত একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কারনে ব্রীজটি খুব দ্রুত সংস্কার দাবী জানিয়ে গত ১০ ও ১১ আগস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে(ফেইসবুক) সাধারন সচেতন নাগরিক কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণের বিষয়টি সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসারের নিকট দৃষ্টিগোচর হয়। সরেজমিনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শনের পর পোস্ট দাতাকে হ্যাশট্যাগ দিয়ে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত সংস্কারের বিষয়টি আশস্ত করেন।অতঃপর ২৫ আগস্ট বুধবার ব্রীজটি জেলা পরিষদের অর্থায়নে সংস্কার করা হয়।

এবিষয়ে ‘বাংলা খবরকে’ সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন,সামাজিক যোগাযোগে মাধ্যম ফেইসবুকে ব্রীজের বেহাল দশার পোস্টটি দেখে সংস্কার করা হয়েছে।

উল্লেখ্য,এ বিষয়ে সুশীল সমাজের জনগন উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.