কুমিল্লা সদর দক্ষিনে মাদক ও জুয়া প্রতিরোধে মত বিনিময় সভা

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের টঙ্গীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মাদক ও জুয়া প্রতিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।স্থানীয় ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম।এ সময় ২নং চৌয়ারা ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,মাদক ও জুয়া প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের জনগণকে সোচ্চার হতে হবে এবং মাদক সহ যে কোন অপরাধ এমনকি অপরাধীর প্রতি কোন রকম শিথিলতা করা হবে না বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য,মাদক ও জুয়া প্রতিরোধী মত বিনিময় সভায় সকল শ্রেণি-পেশার মানুষ মতামত প্রকাশ করেন এবং প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.