মামুন মজুমদার :
গ্রামের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহরের সিটি করপোরেশন এলাকার সর্বত্র সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকাদান চলবে।
নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ মঙ্গলবার সকাল থেকে দেওয়া শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ০৭টি ইউনিয়নে চলছে ভ্যাকসিনের ২য় ডোজ।
উল্লেখ্য,গত ৭ জুলাই দেশব্যাপী গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী একযোগে ৫০ লাখ ৭১ হাজার মানুষ গণটিকায় অংশ নিয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করে।