কুমিল্লার লালমাই মুকবুল হোসেন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

অন্যান্য

প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুরে মুকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১লা মে শতাধিক লোকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
সঞ্চালনায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রকিবুল হাসান সঞ্চালনায় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সংগঠনের চেয়ারম্যান ও লালমাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক নুরুল ইসলাম এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সামছুল হক, হাজত খোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মেম্বার আবদুল ওহাব, আলী আক্কাস , নিখাত মজুমদার, নজীর মীর,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক তারেকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা হেলালুল ইসলাম, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবর রহমান,
নারায়নগঞ্জ মেডিকেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম খোকন, আরও উপস্থিত ছিলেন শাহজাহান, আবদুস সালাম, শাহীন, মিজান, প্রমুখ।
সংগঠনের সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম বলেন আমরা গত তিন বছর ধরে আমার পিতার নামে ফাউন্ডেশনের উদ্যোগে সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের সহায়তা দিয়ে যাচ্ছি। করোনা কালীন সময়ে আমরা কর্মহীন মানুষের পাশে থেকে সহায়তা করেছি। আপনারা সহযোগিতা করলে আগামী দিনে আমরা ইউনিয়নের সকল বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সহায়তা দেবো। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা আমার পিতা জন্য দোয়া করবেন। আমাদের মা বেঁচে আছেন ওনার জন্যও দোয়া করবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার বলেন, যার নামে ফাউন্ডেশন সেই মুকবুল আহমেদ একজন সমাজসেবক ছিলেন। বাগমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তারই পরিবারের সুযোগ্য উত্তরসূরীরা মহৎ কাজ করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। সমাজের সকল শিক্ষিত ও বিত্তবানরা এগিয়ে আসলে কোন মানুষের অসহায়ত্ব থাকবেনা। তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published.