প্রথম আনুষ্ঠানিক সফরে মরক্কোয় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক :
দুই দেশের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথমবারের মতো মরক্কো সফরে গেলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড। গত বছর দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপিত হওয়ার পর এটিই কোনো ইসরাইলি কূটনীতিকের প্রথম আনুষ্ঠানিক মরক্কো সফর। সেখানে তিনি রাবাত শহরে একটি কূটনৈতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর যাবেন কাসাব্লাঙ্কায় ইহুদীদের ঐতিহাসিক মন্দির বেথ-এল পরিদর্শনে। সফরে তিনি মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

জেরুজালেম পোস্টের খবরে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে থাকবেন ইসরাইলের জনকল্যাণমন্ত্রী মেইর কোহেনও। তিনি মরক্কোতেই জন্ম নিয়েছেন।

এছাড়া ইসরাইলের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও যাচ্ছেন এই সফরে।

Leave a Reply

Your email address will not be published.