অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ইন্তেকালে; শোক প্রকাশ

অন্যান্য

মুক্তারুজ্জামান আদমদিঘী থেকে :
অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আব্দুল আর নেই। ৯ তারিখ অদ্যই বেলা ১১:৩০ ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ আব্দুল খালেক (অবসরপ্রাপ্ত) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার, পিতা-মৃত আছির মন্ডল, গ্রাম-ডাঙ্গাপাড়া, ডাকঘর-রাণীনগর, উপজেলা-আদমদিঘী, জেলা-বগুড়া।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পর মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে চাকরি করাকালীন সময়ে যশোরে মুক্তিযোদ্ধায় তিনি তালিকাভূক্ত হন। এবং পরবর্তীতে সেখান থেকেই তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য যে, মাস তিনেক আগে তার স্ত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন । আজ বাদ মাগরীবের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার শেষে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দৈনিক বাংলা খবর প্রতিবেদককে জানিয়েছেন, তার স্নেহের ভাগিনা মো: রবিউল ইসলাম রবি। (বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী)।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.