মোঃ খাইরুজ্জামান সজিব :
সম্প্রতি গত-২৬/০২/২০২২ইং তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের
উত্তরা পঁশ্চিম থানার আজমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে
যোগদান করেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সাহসী,মেধাবী পুলিশ অফিসার
এস,আই ইউসুফ আলী তিনি
আজমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ
হিসেবে যোগদান করার পর থেকে
তাঁর ফাঁড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চেহারা পাল্টে যায়। সরজমিনে ঘুরে দেখা যায়। এস,আই ইউসুফ আলী একজন
অত্যন্ত,ভদ্র,নম্র বিনয়ী সৎ সাহসী
অন্যায়ের প্রতিবাদী সচেষ্ট নির্ভীক পুলিশ অফিসার। তাঁর ফাঁড়ি এলাকায় কোনো প্রকার ছিনতাই,মাদক,ইভটিজিং চাঁদাবাজী,ডাকাতী আহাজারী নেই বললে চলে। তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক বাংলার খবর ডট নেটের প্রতিনিধি কে তাঁর ফাঁড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানান আমি ফাঁড়িতে যোগদান করার পর থেকে আমার ফাঁড়ি এলাকবাসী জন্য সব সময় সেবার দরজা খোলা আমার অফিস কক্ষে ঢুকতে গেলে কোনো প্রকার অনুমতি লাগেনা যে কেউ আমার অফিস কক্ষে ঢুকতে পারে।আমি ও আমার অফিসার ফোর্সদের কে আমি বিভিন্ন সময় ব্রিফিংয়ে বলি আমার ফাঁড়িতে এসে কেউ যেনো কোনো প্রকার হয়রানীর শিকার না হয়। সেদিকে আপনারা চোখ কান খোলা রেখে সজাগ থাকবেন। আর আমি যদি শুনী যে আমরা ফাঁড়িতে এসে কেউ কোনো প্রকার হয়রানীর শিকার হয়েছে তাহলে আমি তাৎক্ষণিকভাবে আমার সিনিয়র স্যারদের কে অবগত করে তাৎক্ষনিকভাবে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থ্যা গ্রহন করবো। আমি সব সময় আমার আপনারা আরো জানেন আমি গত জুন-২০২২ ইং মাসের মাসিক অপরাধ সভায় জিডি মূলে-২টি প্রাইভেটকার কক্সবাজার হতে উদ্ধার করায় উত্তরা বিভাগের মাননীয় ডিসি,স্যার ও ওসি স্যারের আন্তরিকতায় পুরুষ্কার লাভ করি আমিও আমার অফিসার ফোর্সরা সব সময় উত্তরা বিভাগের সুযোগ্য উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম স্যার,সহকারী পুলিশ কমিশনার পেট্টোল উত্তরা জোন মোঃ মিজানুর রহমান স্যার, উত্তরা পঁশ্চিম থানার সম্মানিত অফিসার মোহাম্মদ মহসিন পিপিএম স্যারদের সুূদক্ষ দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনামের সাথে পরিচালনা করে আসছি । তিনি এর আগে ডিএমপির বিভিন্ন থানায় দায়িত্বরত থাকা কালীন অবস্থা সেখানেও তিনি সুনামের সাথে কাজ করে এসেছেন। এ কর্মকর্তা আরো জানান পুলিশে এসেছি সেবার ব্রত নিয়ে সত্যও ন্যায়ের পথে কাজ করে যাবো সময় যতোদিন বেঁচে থাকবো ততোদিন ইনশাআল্লা।