আশুলিয়ায় শিমুলিয়া নিউরন স্কুল এন্ড কলেজের মালিক মোঃ হাসান মিয়াজী উদ্যোগে এান বিতরণ

অন্যান্য

মানসুরা আক্তার কাকলী :
আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে। কবিরপুর তেলি বাজার এলাকায় হতদরিদ্র ও মেহনতী মানুষের পাশে? ব্যাতিক্রম কিছু নিয়ে হাজির হলেন জনপ্রিয় নেতা। মোঃ হাসান মিয়াজি। তিনি ভাবেন রমজানে সমগ্রী হতদরিদ্র ও কর্মহীন মানুষের কথা? দির্ঘদিন লকডাউনে থেকে মানুষ জখন বিপাকে? ঠিক তখনই ভাবলেন শুধু চাউল ডাউল আলু পিয়াজ দিলে হবেনা দিতে হবে তাদের সবজি? পাশাপাশি বিভিন্ন রকমের তরি তরকারি ইত্যাদি নৃত্য প্রয়োজনীয় দ্রব্য।

তার এলাকা ৯ নং ওয়ার্ড পাড়াগ্রামে ২৪ /০৪ /২০২০ রোজ শুক্রবার বিকাল ৩ টা থেকে বিরামহীন ভাবে? সন্ধা ৫ টা পর্যন্ত নিজ হাতে সবজি বিতরণ করলেন প্রায় ১৫০ টি পরিবার, অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে। মোঃ হাসান মিয়াজি। এই সময় তার পাশে উপস্তীত ছিলো ৯ নং ওয়ার্ডে মেম্বর মোঃ আনোয়ার হোসেন। মোঃ সিরাজুল মিয়া মোঃ হরজত আলী আর উপস্তিত ছিলো এলাকায় কিছু সুনাম ধন্যা মানুষ।তারা বলেন সামাজীক দুরত্ব বজায় রেখে দির্ঘ লাইন দিয়ে এই সব রকমে সবজি বিতরন করা হয়।

অনেকেই বলছেন আজকের বাজার হলো হরেক রকমের পন্য? বিনামুল্যে এই পন্য বিতরন করেন জনপ্রিয় নেতা মোঃ হাসান মিয়াজি। তার এই কল্যানময় কাজ করার পেছেনে? সার্বিক ও মানসিক ভাবে সহযোগিতা করেছেন তারই সুযোগ্য,সু শিক্ষিত সহ ধর্মিনী।

এই পন্য সামগ্রিই নিয়েছেন শুধু কর্মহীন মানুষ নন? মধ্যবৃত্ত পরিবার গুলোও।

মোঃ হাসান মিয়াজি বলেন। আমি চাউল ডাউল আলু পিয়াজ ইত্যাদি নৃত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি? সবরকমে সবজি বিতরণ করার পরিকল্পনা মাথায় নিয়ে আজ সবজি বিতরণ কার্জ সম্পন্ন করলাম। তবে কারো নিকট থেকে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে নয়? আমার এলাকায় সকলেই মহামারী পরিস্থিতিতে বিপদের মধ্যে। এখন রাজনীতি করার সময় নয়? করোনার দাবানলে মহামারী পরিস্থিতিতে? মানুষের কল্যানে মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বৃত্তবানদের কে অনুরোধ করি? আপনারা মানুষের কল্যানে এগিয়ে আসুন। মনে রাখবেন দুখের অমানিশা ভেদ করে সুখের সুর্য উদিত হবেই ইনশাআল্লাহ।

আসুন একে অপরকে সহযোগিতা করি? সুখী সুন্দর জীবন গড়ি

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.