আশুলিয়া প্রতিনিধি :
আগস্ট মাস শোক এর মাস ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার স্বপরিবার নিহত হন ১৯৭৫ সালে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড’হামলা চালায় দূর্ভিক্তরা আল্লাহর অশেষ রহমতে বেঁচ যান। সেই দিন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ অনেকেই নিহত হন। সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আজ ২১ আগস্ট শনিবার বিকেল পাঁচ টায় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক ফারুক হাসান তুহিন ও সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা আওয়ামী লীগ ও চেয়ারম্যান স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে আশুলিয়ার জামগড়া আব্বসিয়ায় মার্কেটের ৩য় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এনামুর রহমান এম পি ঢাকা( ১৯) প্রতিমন্রী ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়। আরও উপস্থিত ছিলেন আশুলিয়া, শিমুলিয়া,পাথালিয়া, ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আশুলিয়ার পাঁচ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আশুলিয়া থানা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার আহ্বায়ক আওয়ামী যুবলীগ আশুলিয়া থানা, সহ ছাত্র লীগ, শ্রমিক লীগ, অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ প্রমুখ।