আশুলিয়ায় ৫ম শ্রেণির কিশোর হত্যা মামলায় থানা যুবলীগের আপন গ্রেফতার

অপরাধ

মোঃ মনির হোসেন :
ঢাকার আশুলিয়ায় অপহরণের পর এক কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় আশুলিয়া থানা যুবলীগের সদস্য আবুল হোসেন আপনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুন্ডা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত সোমবার লালমনিরহাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪), এবং একই এলাকার মোঃ জাহিদুল ইসলাম (১৫), তাদের বাড়ির লোকজনের সাথে অভিমান করে ঢাকা জেলার আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বোনের বাসায় যাওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করে, তারা বোনের বাসা খুঁজে না পেয়ে ডিইপিজেড এলাকার বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় কিশোর গ্যাং সন্ত্রাসী ও আশুলিয়া থানা যুবলীগের আপন বাহিনী তাদেরকে অপহরণ করে। এর পরে ভিকটিম দুই কিশোরের পরিবারের লোকজনের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অপহরণকারীরা তাদের দাবিকৃত মুক্তিপণের টাকা না পেয়ে ভিকটিম দুইজনকে বেধরক মারধর করে, অপহরণকারীদের মারধরের এক পর্যায়ে সবুজ নামের ৫ম শ্রেণীতে পড়–য়া এক কিশোরের মৃত্যু হয়, তার সাথে থাকা জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। এ সময় সবুজ হোসেনের লাশ ও আহত জাহিদুলকে একটি ভ্যানের উপর ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে
যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়ে কুন্ডা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে
আবুল হোসেন আপন (২৫) কে গ্রেফতার করে। অপহরণ ও হত্যা মামলায় একজন আসামীকে গ্রেফতার করার পর জানা যায়, আশুলিয়া থানা যুবলীগের ১১ বিশিষ্ঠ একটি কমিটির ১নং আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এর সাথে ৬
নং সদস্য মোঃ আবুল হোসেন আপন রয়েছে। এ ব্যাপারে স্থানীয়রা অনেকেই অভিমত প্রকাশ করে বলেন যে, আশুলিয়া থানা যুবলীগের ত্যাগী নেতা কর্মীদের কমিটিতে নাম নেই, কিন্তু ছাত্রদল, যুবদল নেতা কর্মীদের অনেকেই কবির সরকারের কমিটিতে আছেন, এর কারণে হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করেছে তারা। এতে আওয়ামীলীগ
সরকারের সুনাম নষ্ট হচ্ছে বলে দলীয় নেতা কর্মীগণ অভিমত প্রকাশ করেছেন। অনেকেই বলেন, সিস্টেম পাল্টাতে হবে, যারা দলীয় প্রকৃত ত্যাগী নেতা কর্মী, তাদেরকে নিয়ে নতুন কমিটি করা হলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। উক্ত মামলা ও আসামী গ্রেফতারের বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ গণমাধ্যমকে বলেন, অপহরণের পর মুক্তিপণের দাবিতে সবুজ নামের কিশোরকে হত্যার ঘটনায় আবুল হোসেন আপনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে এই পুলিশ অফিসার জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.