আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-১ আসনের ১,২,৩ নং ওয়ার্ড বাসীর সেবা করতে চান নীলিমা চক্রবর্তী

রাজনীতি

মোঃ খাইরুজ্জামান সজিব :
আসন্ন জেলা পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্টিত হবে
আগামী-১৭ ই অক্টোবর এ
নির্বাচনে সংরক্ষিত-১ আসনের
১,২,৩ নং ওয়ার্ড বাসীর সেবা করতে চান কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবকও জনদরদী মানবতার ফেরিওয়ালা নীলিমা চক্রবর্তী তিনি ইতি মধ্যে ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস, চেয়ারম্যান মেম্বারদের সাথে
প্রতি নিয়ত সকাল থেকে শুরু করে
আধার রাত পর্যন্ত গনসংযোগ কুশল বিনিনয় এবং ভোটারদের কাছে দােয়া আর্শীবাদ ভােট প্রার্থনা করছেন তাছাড়া পৃথক সূত্রে জানা গেছে তিনি গত-১৪ই সেপ্টেম্বর সকাল-১০ টায় নির্বাচন কমিশনের রিটাইনিং অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মিজানুর রহমানের তালুকদারের হাতে দলীয় নেতা কর্মী সমর্থক দের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ নির্বাচন কে ঘিরে খুলনা জেলার দাকোপ,কয়রা, পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকানে ভোটারদের মাঝে আনন্দ উল্যাস বিরাজ করছে কে হবে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্য প্রার্থী কাকে তাঁরা নির্বাচিত করবেন এ নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে ভোটারও সাধারন জনতার মাঝে
এ নির্বাচন নিয়ে খবর বাংলা ডট নেটের প্রতিনিধি মুঠোফোনে যোগাযোগ করলে নীলিমা চক্রবর্তী বলেন আপনারা জানেন আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে রাজনীতিতে মাঠে নেমেছি এবং কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগ কে সুসংগঠিত করে চার বারের সফল প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তশালী করার জন্য রাত, /দিন ঝড় বর্ষা উপেক্ষা করে নিরলস ভাবে পরিশ্রম করে চলেছি এবং পাশাপাশি কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সৎ নিষ্টাও সুনামের সাথে দায়িত্ব পালন করছি। এর আগে আমি কয়রা উপজেলা ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত-৩ আসনের-৭,৮,৯ নং ওয়ার্ড থেকে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে
বার,বার নির্বাচিত ইউপি সদস্য নির্বাচিত হয়েছি এবং দায়িত্বও কর্তব্য সুনামের সাথে পালন করেছি তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে এককভাবে জড়িত রয়েছি। এবং আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ,মাদ্রাসা, মন্দির,গির্জা, রাস্তাঘাট, ক্যালভার্ট এর ব্যাপক উন্নয়ন করেছি এবং জনগনের সেবা দিতে নিজেকে সব সময় নিরলসভাবে নিয়োজিত রেখেছি তাই। আমার দৃড়ও বিশ্বাস আমাকে আগামী ১৭ ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সকল ভোটারগন সংরক্ষিত-১ আসনের-১,২,৩ নং ওয়ার্ডের সদস্য পদে তাদের মহামূল্যবান ভোটটি প্রদান করে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি ভোটারও সাধারন জনতার কাছে শতভাগ আশাবাদী। আমি, সব সময় আমার প্রিয়,কয়রা বাসীর পাশে থেকে সুঃখ দুঃখের সাথী হয়ে থেকেছি আছি এবং থাকবো আগামীতে ও মহান ঈশ্বরের অশেষ কৃপায় মরার আর্ক পর্যন্ত। এবং আমি আমার কয়রা বাসীর কাছে চিরকৃতজ্ঞ কারন তাঁরা আমাকে অনেক সম্মান, শ্রদ্ধাও ভালোবাসা দিয়েছে তাই।

Leave a Reply

Your email address will not be published.