ভ্রাম্যমান প্রতিনিধি :
বিশ্বব্যাপী করোনা ভাইরাস এর প্রভাব এখন বাংলাদেশের উপরে পোশাক শিল্পে কাজের অর্ডার কম থাকায় এবং করোনাভাইরাস এর অজুহাত দেখিয়ে বিভিন্ন কারখানায় অমানবিক শ্রমিক ছাঁটাইয়ের শিকার হচ্ছেন সাধারণ শ্রমিকরা একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে বন্যা পরিস্থিতি এই দুঃসময়ে মালিকপক্ষ সাধারণ শ্রমিকদের কে সহযোগিতা করবে কি উল্টো অমানবিকভাবে শ্রমিক ছাঁটাই করছে যাহা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় এ ব্যাপারে শ্রমিক নেতা মামুন মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন শিল্পের শুরু থেকে গার্মেন্টস মালিকরা শ্রমিকদের কে দিয়ে ব্যবসা কাজ করিয়ে সফল হয়েছেন তিনি আরো বলেন একের পরে এক দালানকোঠা নির্মাণ করেছেন এই গার্মেন্টস মালিকরা দুঃসময়ে শ্রমিকদের পাশে না থেকে তারা যে নিষ্ঠুর অমানবিক শ্রমিক ছাঁটাই করেছে তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই এই দুঃসময়ে কোন গার্মেন্টস কারখানায় যেন শ্রমিক ছাঁটাই না করতে পারে সকলের দৃষ্টি কামনা করছি